জাতীয়

ব্যাংকিং খাতে আস্থা বৃদ্ধিতে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ঢাকা, ২৫ নভেম্বর – দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা ও জন-আস্থা বৃদ্ধির লক্ষ্যে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। এতে কোনো ব্যাংক বা ফিন্যান্স কোম্পানি অবসায়ন বা বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন সাধারণ আমানতকারীরা। যেটা আগে ছিল এক লাখ টাকা।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংক কোম্পানি ও ফিন্যান্স কোম্পানিতে আমানত রাখা ব্যক্তিদের আমানত ফেরত নিশ্চিত করাই নতুন অধ্যাদেশের মূল উদ্দেশ্য।

সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আলাদা আমানত সুরক্ষা বিভাগ গঠন করা হবে; যা নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

আর্থিক খাতের স্থিতিশীলতার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language