মধ্যপ্রাচ্য

লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলায় নিহত ৫, আহত অন্তত ২৫ জন

বৈরুত, ২৪ নভেম্বর – লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববারের এই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ হামলার লক্ষ্য ছিল হাইথাম আলী তাবাতাবাই। হাইথামকে হিজবুল্লাহর চিফ অব স্টাফ বলে দাবি করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন হাইথাম।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল যেকোনো স্থানে তার লক্ষ্য অনুসরণের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে হামলায় হিজবুল্লাহর নেতা হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে ইসরায়েল কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।

লেবাননের টেলিভিশন চ্যানেল আল-জাদিদ বলেছে, জনবসতিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের হামলায় ভবন ও পার্ক করা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এলাকাটিতে তাদের কোনও সামরিক কেন্দ্র নেই।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, তারা এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। হামলার পর ইসরায়েলি সব যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের দাহিয়ে অঞ্চলের আকাশে টহল দিচ্ছে।

এর আগে, রোববার সকালের দিকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে আবার সক্ষমতা ফিরে পেতে বাধা দেওয়ার জন্য যা করা দরকার, তার সবই করবে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলি হামলা থামাতে এবং আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হামলা বন্ধ, আঞ্চলিক উত্তেজনা রোধ এবং রক্তপাত ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ২০২৪ সালের ২৮ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language