দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা, ১১ নভেম্বর – গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি গণমাধ্যমকে বলেন, দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এছাড়া স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত থাকবেন।
দলের স্থায়ী কমিটির সভা সোমবার রাত সোয়া ৯টার দিকে শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টায়। ওই সভায় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সরকারবিরোধী আন্দোলনের কৌশল, নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএনপির শীর্ষ নেতারা আশা করছেন, আজকের সংবাদ সম্মেলনে দলের পরবর্তী করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১১ নভেম্বর ২০২৫









