জাতীয়

নারীদের জন্য পাঁচ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে

ঢাকা, ১০ নভেম্বর – জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে নারীদের পাঁচ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকেও সম্মানিত করবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতেই আমাদের যুদ্ধ।

সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না।

কোন শিশু কোন পরিবারে জন্ম নিল তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে।

অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১০ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language