জাতীয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠক মুনতাসির মাহমুদকে চূড়ান্ত অব্যাহতি এনসিপি’র

ঢাকা, ০৫ নভেম্বর – সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

এতে জানানো হয়, গত ১২ অক্টোবর তারিখে এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/১৪ স্মারকে মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

ওই নোটিশের পরিপ্রেক্ষিতে বিগত ১৪ অক্টোবর মুনতাসির মাহমুদ লিখিত জবাব দিয়েছেন।

ওই জবাব পর্যালোচনা করে তার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং পূর্বোক্ত ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় তাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language