দক্ষিণ এশিয়া

আফগানিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন জানালো ভারত

নয়াদিল্লি, ৩০ অক্টোবর – পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি আবারও সমর্থন জানিয়েছে ভারত। দেশটি বলেছে, আফগানদের সার্বভৌত্বের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাম্প্রতিক সময়ে সীমান্ত ভয়াবহ সংঘর্ষ এবং কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে বলে আসছিল, তাদের মাটি থেকে টিটিপিসহ অন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে হামলা চালাতে না দেওয়া হয়।

আফগানিস্তান এ অনুরোধ রাখেনি এমন অজুহাতে গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর দুই দেশ সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয় পাকিস্তান অভিযোগ করছে ভারত সমর্থিত খারেজিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

জবাবে জয়সওয়াল বলেন, “আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম। আফগানিস্তান তাদের নিজস্ব ভূখণ্ডের উপর সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে পাকিস্তান ক্ষুব্ধ। পাকিস্তানের ধারণা, তারা বিনা বাধায় সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে। কিন্তু তাদের প্রতিবেশী দেশগুলি এটিকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়।”

জয়সওয়াল আরও বলেন, “আফগানিস্তানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

এছাড়া আফগানিস্তানে থাকা ভারতের প্রকল্পগুলো নিয়েও জসওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি দিল্লি এসেছিলেন। এরপর এ ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল।

আফগানিস্তানের সঙ্গে আলোচনা ‘ব্যর্থ’, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

এদিকে আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসু হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে দুইদিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। তবে বুধবার পাকিস্তান জানায়, এই আলোচনা ব্যর্থ হয়েছে। এ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা টানা কয়েকদিন চলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিন্তু এরমধ্যেই প্রায় ৭০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।

দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে কাতার-তুরস্কের আহ্বানে আলোচনায় বসেছিল পাকিস্তান-আফগানিস্তান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language