ভারত আমাদের থেকে শিক্ষা নিতে পারে কীভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়

ঢাকা, ২৬ অক্টোবর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারত বারবার দেখানোর চেষ্টা করেছে এ দেশের সংখ্যালঘুরা হাসিনা ছাড়া নিরাপদ নয়। কিন্তু এবার পূজায় প্রমাণিত হয়েছে সংখ্যালঘুরা আমাদের কাছে নিরাপদ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত আমাদের থেকে শিক্ষা নিতে পারে কীভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।
তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। শিক্ষার্থীদের জিপিএ ফাইভের প্রণোদনা দিয়ে মূল্যবোধ কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। এভাবে সবাইকে কোনো না কোনো প্রণোদনা দিয়ে ফ্যাসিজম বহাল রেখেছিল।
এনসিপির এই নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দেশ চলবে এবং শিক্ষাব্যবস্থায় সেটি বিরাজমান থাকবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫









