কক্সবাজার

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী, দোকানের চাল ছিদ্র

কক্সবাজার, ২৬ অক্টোবর – মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের ছেনুয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরেকটি গুলি এসে স্থানীয় একটি দোকানের টিনের চাল ছিদ্র হয়ে ভেতরে পড়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা বেগম ওই এলাকার লম্বাবিল বাগগুনা গ্রামের আখতার হোসেনের স্ত্রী।

এ ছাড়া, একই এলাকার কম্পিউটার দোকানি মেজবাহ উদ্দিনের দোকানের চাল ছিদ্র করে আরেকটি গুলি ভেতরে পড়ে।

গুলিবিদ্ধ নারীর স্বামী আখতার হোসেন বলেন, মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে বাড়ির উঠানে আমার স্ত্রীর পায়ে লাগে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে আমার শিশুসন্তান। তখন মায়ের কাছেই ছিল শিশুটি। স্থানীয় লোকজন তাকে কুতুপালং হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে নিতে বলেন।

তেচ্ছি ব্রিজ এলাকার কম্পিউটার দোকানি মেজবাহ উদ্দিন বলেন, হঠাৎ বিকাল ৫টার দিকে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানের টিনের চাল ভেদ করে ভেতরে এসে পড়ে।  পরে দোকান থেকে তাজা গুলিটি উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে দুটি গুলির খোসা এবং টিনের চালে ছিদ্রের চিহ্ন পেয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আমরা তার বিস্তারিত খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মিয়ানমার থেকে দুটি গুলি বাংলাদেশে এসে পড়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language