জাতীয়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগত

ঢাকা, ১৭ অক্টোবর – দীর্ঘ আলোচনার পর আজ জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। তবে স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো। তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা থাকতেন।

তিনি আরও বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language