জাতীয়

নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকা, ১৭ অক্টোবর – আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করা হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর নেতাদের একটি সনদ তৈরি করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই জাতীয় সনদের ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐকমত্যে যেমন আমরা সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আপনারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করেন, কীভাবে নির্বাচন করবেন।’

প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়ে বলেন, ‘যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া হলো। তাহলে লাভটা কী হলো? এ কথা লিখে (সনদে) আমার লাভ কী হলো? কথা লিখলাম কিন্তু কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। আমার একটা অনুরোধ- আপনারা ঐকমত্য কমিশন বলেন, কমিটি বলেন; নিজেরা বসুন, নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language