জাতীয়

গাজায় অবরোধ ভাঙতে যাওয়া ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে শিবিরের মিছিল

ঢাকা, ০৩ অক্টোবর – ফিলিস্তিনের গাজায় অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এ প্রতিবাদ ও সংহতি মিছিল হয়। বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পশ্চিমের সভাপতি আবু তাহেরের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

সিবগাতুল্লাহ জানান, ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। এরই মধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার- খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে। যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো যেখানে তাদের সহযোগিতা করার কথা, সেখানে বরং বিরোধিতা করছে।

এমন রাষ্ট্রের প্রধানদের ধিক্কার জানিয়ে সিবগাতুল্লাহ বলেন, ‘পৃথিবীর সব মুসলমানই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের মজলুমদের পাশে আছে। আমরাও বাংলাদেশ থেকে তাদের পক্ষে আছি এবং পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজ হোক বা কাল হোক- ফিলিস্তিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ।’

সমাবেশে আরও বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম এবং জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

এ সময় শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language