প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানালেন হান্নান মাসউদ

ঢাকা, ০১ অক্টোবর – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।
হান্নান মাসউদ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোন আপস নয়।
আওয়ামীলীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নিবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না। অবিলম্বে আওয়ামীলীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছে, ‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ অক্টোবর ২০২৫









