জাতীয়

ইউরোপে টিকার জন্য হাহাকার, আমরা দ্রুত পেয়েছি : আইনমন্ত্রী

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান উদ্বোধনকালে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রী জানান, তিনি নিজেও টিকা নেবেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদেরকে জানতে হবে বাংলাদেশের শত্রু কারা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের লোক যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে বিএনপির সাহেবরা তখন বিদেশে চলে যায় চিকিৎসা করতে।’

আরও পড়ুন : গৃহকর্মী শিশুর শরীর ঝলসে দিয়ে স্ত্রীসহ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বেলা সোয়া ১২টায় উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে ভ্যাকসিন দেয়া হয়। টিকা নেয়ার পর মন্ত্রী তাদের অনুভূতি জানতে চান।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলাতে বেলা ১১টা নাগাদ ১৪৩জন টিকার জন্য নিবন্ধন করেন। উপজেলাতে ২৮০ ভায়াল টিকা এসেছে। দুই হাজার ৮০০জন এ টিকা নিতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ওসি মো. রসুল

আহমেদ নিজামী, জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি

Back to top button