জাতীয়

আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসি শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না

মৌলভীবাজার, ২৫ সেপ্টেম্বর – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে শাপলা প্রতীক না দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপের কারণে ইসি সাহস পাচ্ছে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, “আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসি সাহস দেখাতে পারছে না। এটা তাদের ব্যর্থতা। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।”

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের দলকে নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language