উত্তর আমেরিকা

ইরান সমর্থিত চারটি সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৭ সেপ্টেম্বর – ইরান-সমর্থিত চারটি মিলিশিয়া গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ওই চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরান-সমর্থিত চারটি মিলিশিয়া গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত হওয়া চার সংগঠন হলো হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলছে, ওই চারটি গোষ্ঠীকে এর আগে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা ২০২৩ সালেও এই তালিকায় ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ভুয়া নাম বা প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে এই ধরনের হামলা চালায় তারা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language