জাতীয়

নিজে করোনা টিকা নিয়ে সবাইকেও নিতে বললেন ডা. জাফরুল্লাহ

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএসইউ) করোনার টিকা নেওয়ার পরে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন : ১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি, এটি তাদের দায়িত্ব ও কর্তব্য। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই যাতে উনি টিকা নেন। এতে করে দেশবাসী আস্থা পাবেন। আমি মনে করি, আরও ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম শুরু করা উচিত। রিকশাওয়ালাদের মতো সাধারণ মানুষ যেন এই টিকা পায় তার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাপনা ভালো, বিএসএমএমইউ’র সকল কর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

বিএনপি নেতাকর্মীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন সংগ্রাম করতে হলে তো সুস্থ থাকতে হবে।’

সূত্র : দ্য ডেইলিস্টার
এন এইচ, ০৭ ফেব্রুয়ারি

Back to top button