জাতীয়

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ০১ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যান। এ সময় নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে সকাল পৌনে ১০টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন তিনি।

ঢামেক সূত্রে জানা গেছে, নুরুল হক নুরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে আলোচনার সময় সাখাওয়াত হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় ঢামেকের পরিচালকসহ হাসপাতালের কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক উপস্থিত ছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো সংকটমুক্ত নয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই কাম্য নয়।

উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুর বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language