চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে মদসহ ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গা, ৩১ আগস্ট – চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ মহাবুল মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বিকেলে শহরে হাটকালুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মহাবুল মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম -সেবা) সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থানকালে মহাবুল মণ্ডলকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় পৃথক ধারায় দুটি মামলা রুজু করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language