গাজীপুর
এক ঘণ্টার চেষ্টায় গাজীপুরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর, ০৬ ফেব্রুয়ারি – গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক্সিলেন্ট নামে ছয় তলা ভবনের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা যায়, ওই মার্কেটের চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন পাঁচ তলায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন : স্কুলছাত্র অপহরণ, অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে কালিয়াকৈর, ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০৬ ফেব্রুয়ারি