জাতীয়

ফাদার যোসেফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – মার্কিন মিশনারি ও নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জেএস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে ‘স্মরণীয়’ হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন : একযোগে টিকা নেবেন মন্ত্রী-এমপিরা

দীর্ঘ ২৩ বছর নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা ফাদার পিশোতো মৃত্যুর আগ পর্যন্ত নটর ডেম ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ছিলেন।

বৃহস্পতিবার সকালে রামপুরায় নিজের বাসায় ৮৭ বছর বয়সী পিশোতোর মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকালে তার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ ও ইউনিভার্সিটিতে। পরে সন্ধ্যায় নেওয়া হয় রমনা ক্যাথেড্রালে কফিন।

শুক্রবার সকালে তেজগাঁও চার্চ প্রাঙ্গণে আনুষ্ঠানিকতা শেষে করা ফাদার পিশোতোর মরদেহ নেওয়া হয় গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে। সেখানেই তাকে সৎকার করার কথা রয়েছে।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি

Back to top button