মধ্যপ্রাচ্য

জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিকল্প উপায় ভাবছে

তেল আবিব, ২৬ জুলাই – ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিকল্প উপায় ভাবছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৫ জুলাই) যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, “জিম্মি চুক্তির বাধা হলো হামাস। যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে একসঙ্গে জিম্মিদের মুক্ত করতে বিকল্প উপায় ভাবছে ইসরায়েল। সঙ্গে হামাসের শাসনের অবসান এবং এই অঞ্চলে স্থায়ী শান্তির ব্যাপারে কাজ করা হচ্ছে।”

নেতানিয়াহুর এমন পোস্টের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি চাইছে না।

গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা থেকে নিজেদের আলোচকদের ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ জানান, হামাসের যুদ্ধবিরতির চুক্তির ইচ্ছার ঘাটতি রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language