জাতীয়

বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ঢাকা, ২৪ জুলাই – পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ‌টি আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার মিশন চালু নিয়ে ভিন্ন মত নিয়ে তৌহিদ হোসেন বলেন, এই অফিস স্থাপনের বিষয়ে দুই বছর পর রিভিউ করা যাবে। চাইলে ৬ মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে। তবে আমার মনে হয় না, সে রকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা তো নিজেদের স্বার্থ দেখে কাজটি করেছি।

তি‌নি বলেন, তাদের প্রস্তাবের পর যে একটি এগ্রিমেন্ট সই করে দিয়েছি এমন নয়, আমরা দীর্ঘ সময় নিয়েছি। আমাদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, সেটা দেখেই করেছি।

ব্রহ্মপুত্রে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। এতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তৌ‌হিদ হোসেন বলেন, আমাদের দলগুলোর উৎস আমাদের দেশে নয়। সেই নদীগুলোর ওপরে অবকাঠামো হয়েছে, হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারব না। আমাদের দেখতে হবে যে, এতে করে আমাদের ক্ষতি যাতে না হয়। যদি হয় সেটা যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা থাকবে।

তি‌নি বলেন, চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার তৈরি হয়, এটা তেমন নয়, তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। কয়েক ধাপে পানি ব্যবহার করছেন, এর মাধ্যমে পানি প্রত্যাহার হবে না বলে তারা আশ্বস্ত করেছেন। কাজেই এটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক প্রত্যাহার নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। যারা আলোচনা করছে, আপনারা তাদের জিজ্ঞেস করুন। মাঝ পথ থেকে আমার কথা বলাটা উচিত হবে না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language