সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত

সাতক্ষীরা, ২০ জুলাই – সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদরাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ দিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গণপিটুনিতে নিহত হয়েছেন।

রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদরাসা সহকারী শিক্ষক বলে জানা গেছে। নিহত যুবক একই এলাকার মোস্তাফা গাজীর ছেলে।

খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন বলেন, একই এলাকার মোস্তফা গাজী ওরফে খোকনের মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) রোববার বিকেলে শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে আসেন। ওই সময় সে হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে শিক্ষককে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

তিনি আরও বলেন, ঘটনার পরে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়। পরে খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুউদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ জুলাই ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language