জাতীয়

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

ঢাকা, ১৯ জুলাই – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৯ জুলাই) অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার জানান, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে বসে পড়েন শফিকুর রহমান। এপর তিনি দাঁড়িয়ে বক্তব্য দেয়ার চেষ্টা করেন, কিন্তু আবারও তিনি বসে পড়েন। শেষ পর্যন্ত মঞ্চ দু পা ছড়িয়ে বক্তব্য দেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৯ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language