আইন-আদালত

নারীদের জন্য ট্রেনে আলাদা কামরা বরাদ্দ চেয়ে লিগ্যাল নোটিশ

ঢাকা, ১৩ অক্টোবর- নারীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেজন্য ট্রেনে তাদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে রেলপথ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

জনস্বার্থে ডাক ও রেজিস্ট্রার যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আরও পড়ুন-  সিলেটের রায়হানের মৃত্যু, তদন্তে হাইকোর্টে রিট

আইনজীবী নিজেই এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০’ এর ৬৪ ধারায় নারীদের জন্য একটি কামরা বরাদ্দ রাখার বিধান থাকলেও এখন পর্যন্ত আইনটি বাস্তবায়ন হয়নি। এজন্য লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

সূত্র: জাগোনিউজ২৪

আর/০৮:১৪/১৩ অক্টোবর

Back to top button