চুয়াডাঙ্গা

বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ ৭ দিন পর ফেরত পেল পরিবার

চুয়াডাঙ্গা, ০৯ জুলাই – চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ সাত দিন পর বাংলাদেশে ফেরত দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, “লাশটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ।

এর আগে, গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ঝাঁঝাডাঙা গ্রামের নুর ইসলামের ছেলে কৃষক ইবরাহিম বাবু সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের গুলিতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানান স্থানীয়রা।

নিহতের মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৯ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language