মধ্যপ্রাচ্য

ট্রাম্পের কাছ থেকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি চায় হামাস

জেরুজালেম, ০৫ জুলাই – দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবে— ট্রাম্পের কাছ থেকে এমন গ্যারান্টি চায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্প ছাড়া অন্য কারও গ্যারান্টি তারা চান না বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা।

তিনি সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে বলেছেন, “আমরা গতকাল শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছি। নতুন আরেক দফা আলোচনা শিগগিরই শুরু হবে। এতে মূল বিষয়— ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের ওপর জোরারোপ করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে গ্যারান্টি চাচ্ছি সেটি মার্কিনি— প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আসতে হবে। অন্য কেউ নয়।”

দ্য ন্যাশনাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর আগে চার মাস আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যায়। এরপর অনেকবার যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও; সেটি সফলতার মুখ দেখেনি।

হামাস এই ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। হামাসের একটি সূত্র জানিয়েছেন, নতুন যুদ্ধবিরতিটি কার্যকর হলে তারা ১০ জীবিত এবং ১৮ মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প আজ শনিবারও (৫ জুলাই) জানিয়েছেন, তার প্রত্যাশা আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language