জাতীয়

‘লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না’

ঢাকা, ০৪ জুলাই – জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা জানতে চান জুলাই ঘোষণাপত্র কখন হবে? শুনে লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।

শুক্রবার (৪ জুলাই) রংপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে নিজেই শহীদ পরিবারের পক্ষ থেকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারের দুই ছাত্র উপদেষ্টার কাছে।

ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে?

আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মুল্য কি আপনাদের কাছে নেই?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত ২ জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- জুলাই ঘোষণা পত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?

শিবির সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দেবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language