ব্যবসা

বাড়ল সোনার দাম, কার্যকর আগামীকাল থেকে

ঢাকা, ০১ জুলাই – নতুন অর্থ বছরের প্রথম দিনেই সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৮৯০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ২ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।

২০২৫-২৬ অর্থ বছরের প্রথম দিনে ২২ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকায় বেচাকেনা হয়েছে। নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেটের দাম এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা।

এ ছাড়াও ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।

দেশের বাজারে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ জুলাই ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language