অপরাধ

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ২

ঢাকা, ২৫ জুন – আশুলিয়ায় ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কৌশলে এক যুবককে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং সাইট টান টান অ্যাপের মাধ্যমে ভুক্তভোগী পলাশ হোসেনের সঙ্গে সুমাইয়া জান্নাত সুমির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ২০ জুন রাত ৯টায় ভুক্তভোগী পলাশ হোসেন আশুলিয়ার জামগড়ায় সুমির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সুমি ও ইয়াসিন শেখসহ চক্রের বাকি সদস্যরা পলাশ হোসেনকে জোরপূর্বক একটি বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে নিয়ে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরবর্তীতে তারা ভুক্তভোগীর কাছে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি আইফোন, মটরসাইকেলসহ ব্যাংকের কার্ড লুট করে নিয়ে তাকে অজ্ঞাতস্থানে ফেলে পালিয়ে যায়।

এ ভুক্তভোগী বুধবার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুমি ও ইয়াসিনকে গ্রেপ্তার করে।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ২৬ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language