উত্তর আমেরিকা

ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

ওয়াশিংটন, ২৪ জুন – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার (২৩ জুন) রাতে নিজ মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

যুদ্ধবিরতির ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, সবকিছু ঠিকভাবে চললে—যা অবশ্যই চলবে- আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই।

ইসরায়েল-ইরান যুদ্ধকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে নাম দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে।

ট্রাম্পের ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈরিতার অবসানের কথা বলা হলেও তিনি বলেন, ‘২৪ ঘণ্টা পূর্ণ হলে’ এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে।

এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি- এবং আর কখনও হবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এ যুদ্ধের অবসান একটি বড় ধরনের মানবিক ও কূটনৈতিক সাফল্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language