উত্তর আমেরিকা

ইরানে সরকার পতন ঘটানোর ইঙ্গিত ট্রাম্পের

ওয়াশিংটন, ২৩ জুন – ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২২ জুন) রাতে সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লেখেন, রাজনৈতিকভাবে ‘সরকার পরিবর্তন’ বাক্যটি ব্যবহার করা সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান ইরান সরকার যদি ইরানকে সমৃদ্ধ করতে না পারে তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না। ইরানকে আবারও শ্রেষ্ঠ করা হোক।

উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

চলমান এই সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ব্যবহার করা অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু। ট্রাম্প জানিয়েছেন, হামলা চালিয়ে বিমানগুলো মিসৌরিতে চলে এসেছে। তিনি দাবি করেছেন, তাদের বিমানবাহিনী ইরানে বেশ সফল হামলা চালিয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language