বগুড়া

বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার ১

বগুড়া, ০৪ ফেব্রুয়ারি – বগুড়ার শেরপুরে ১৭০ লিটার চোলাই মদসহ সুকুমার দত্ত (৬০) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের সকাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুকুমার দত্ত শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : বিশাল শিক্ষাযজ্ঞের নগরী হচ্ছে রাজশাহী’ : মেয়র লিটন

জানা যায়, দীর্ঘদিন ধরে সুকুমার দত্ত বগুড়া শহর থেকে চোলাই মদ কিনে শেরপুরে ভাড়া করা দোকান ঘরে মজুদ করে রাখে। এরপর সেখান থেকে অবৈধভাবে খুচরা হিসেবে মদ বিক্রি করে আসছিলেন। বগুড়ায় বিষাক্ত মদপানে বেশ কয়েকজনের মানুষের মৃত্যুর পর জেলাব্যাপী পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমানের নেতৃত্বে সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে সুকুমার দত্তকে আটক করা হয়। পরে তার হেফাজতে রাখা ১৭০ লিটার মদ জব্দ করা হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সুকুমার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বগুড়া শহর থেকে চোলাই মদ কিনে এনে উপজেলার পৌর বাজারের তার দোকানঘরে মজুদ করে রাখতেন। পরে এগুলো বিক্রি করতেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি

Back to top button