উত্তর আমেরিকা

কেউ জানে না আমি কী করতে যাচ্ছি

ওয়াশিংটন, ১৮ জুন – যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।’

হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা।

এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কি না, জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, ‘আমি এটা বলতে পারি না…আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি?’

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, ‘কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি–এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি?’

ইউএস প্রেসিডেন্ট বলেন, ‘আমি জনগণকে বলেছিলাম, কেন তোমরা দুই সপ্তাহ আগে আমার সঙ্গে আলোচনা করোনি? তোমরা ভালো করতে পারতে। তোমাদের একটি দেশ থাকত।’

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language