উত্তর আমেরিকা

ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৮ জুন – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে হামলার বিষয়ে বিবেচনা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি জানায়, আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ‘ফোরদো’। এটি ভূগর্ভস্থ একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম মূল কেন্দ্র হিসেবে বিবেচিত।

তবে হামলার বিষয়ে কীভাবে এগোনো উচিত সে বিষয়ে পুরোপুরি একমত নন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা। যদিও এতদিন ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এবং গোপনে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণে সরাসরি যুক্ত নয়।

মঙ্গলবার (১৭ জুন) হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি আলোচনা হওয়ার কথা ছিল। এতে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ।

সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি ‘বিবেচনায় রয়েছে’ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এর আগে ট্রাম্প একাধিক পোস্টে জানান, আমরা এখন ইরানের আকাশে পুরো নিয়ন্ত্রণে আছি। তিনি দাবি করেন, তারা জানেন ইরানের ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। আরেক পোস্টে ট্রাম্প লেখেন, নিঃশর্ত আত্মসমর্পণ।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিভিন্ন বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। পরে ইরানও পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েল জুড়ে ধ্বংসলীলা বয়ে যাচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language