জাতীয়

৯৭ হাজার টাকায় গরু কিনেছি, তাও ভাগে

ঢাকা, ০৬ জুন – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৯৭ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন।

শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

টার্মিনাল পরিদর্শন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি বলেন, তা-ও আবার পুরোডা আমার নিজের না।

এসময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টিকিট নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে এবং কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ লঞ্চ সময়মতো ঘাট ত্যাগ করছে। গত পাঁচ দিনে ঘাট থেকে মোট ৮২৪টি লঞ্চ ছেড়েছে, যার মাধ্যমে প্রায় ৮ লাখ যাত্রী দক্ষিণাঞ্চলে ফিরে গেছেন।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ২৮টি লঞ্চ ঘাট ছেড়ে গেছে। এ ছাড়া বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মোট ১৩৭টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে।

এদিকে আসন্ন কোরবানি ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (০৬ জুন) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে এজাজ জানান, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ভোর থেকেই মহাখালী বাস টার্মিনালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language