ফুটবল

সকালে ঢাকায় নেমে বিকালেই অনুশীলনে হাজির হামজা

ঢাকা, ০২ জুন – দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার সকাল ১১ টার দিকে ঢাকায় পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সোজা হোটেলে আসেন তিনি। তারপর মাত্র ঘণ্টাখানেকের বিশ্রাম শেষ করেই রওনা দেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

২৬ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু ২৪ জন নিয়ে অনুশীলন শুরু করেছিলেন তিনি। তৃতীয় সেশনে এসে যোগ দেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। এখন অপেক্ষা কানাডা প্রবাসী শামিত সোমের। বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা কানাডা জাতীয় দলে দুই ম্যাচ খেলা এই মিডফিল্ডারের।

হামজা ঢাকা স্টেডিয়ামে আসছেন- এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে ফুটবল অঙ্গনে। দর্শকরা হামজার অনুশীলন দেখতে জাতীয় স্টেডিয়ামে জড়ো হলেও তাদের অনুশীলন দেখার সুযোগ হয়নি। রোববারের মতো এই দিনও ক্লোজড-ডোর অনুশীলন করিয়েছেন ক্যাবরেরা। গণমাধ্যমকর্মীদের অনুশীলন দেখার সুযোগ হয়নি যে কারণে।

তবে হামজাদের অনুশীলনের সময় মাঠের চারদিকে কিছু মানুষ দেখা গেছে। দলের সঙ্গে সম্পৃক্ত নন, বাফুফের এমন কর্মকর্তারাও ছিলেন মাঠের পাশে। প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল।

৪ জুন এই স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এই দুই ম্যাচ ঘিরে ফুটবল অঙ্গনে এখন টিকিটের জন্য হাহাকার।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language