জাতীয়

জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনা মোতায়েন

ঢাকা, ০১ মে – হামলার আশঙ্কায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রোববার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনী।

এরআগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিবে বিজয় নগর পানির ট্যাংক নাইট্যাঙ্গেল এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এরকিছুক্ষণ পরেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার আশঙ্কা আছে। কোনো ধরনের হামলা, মব যাতে না হয় সে জন্যই তাদের এই অবস্থান।

এ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি। কোনো ধরনের মব তৈরি হোক আমরা চাই না।

সূত্র: বার্তা ২৪.কম
আইএ/ ০১ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language