জাতীয়

এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না

চট্টগ্রাম, ২৭ মে – যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে নগরীর চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে দেয়া এক বক্তব্য তিসি একথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। গত নির্বাচনে একটা ভোটের দাম কত ছিল? তিন হাজার? এবার কত নেবেন? আমাদের দেশের নেতারা রাস্তার টাকাকে তেলবাজি করে, গরিবের সম্পদ লুণ্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে আপনি নিজের যোগ্য ভোটার হয়ে উঠুন। আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবো?

‘আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারের যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি ভোট বিক্রি করতে চান— এর প্রতিবাদ করুন। তাদের বলুন, আজকে আপনি যে নেতার কাছে ১,০০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি করছেন, ওই নেতা আগামী পাঁচ বছর আপনাকে নির্যাতন করবে।’

হাসনাত বলেন, সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার চেয়ে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের বেশি প্রয়োজন। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরাই সচেতন হই, ঘুষ না দেই, দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি ভোট বিক্রি করে দিই, তাহলে পাঁচ বছর আমার নেতা জুলুম করবে, নির্যাতন করবে, আর আমি মুখ ফুটে একটা কথাও বলতে পারবো না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা চেষ্টা করবে, যতটা সম্ভব আমাদের আশপাশে যে মানুষগুলো আছে, তাদের সঙ্গে এবং নিজেদের মধ্যে দুর্নীতি ও সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত। বিতর্ক, রিসার্চ পেপার, নিজেদের মধ্যে আলোচনা আমাদের অব্যাহত রাখতে হবে।

‘আন্দোলনের সময় হাব ছিল এই চকবাজার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই ফ্যাসিবাদের হাতে তুলে দিতে পারবো না। আমরা চাই না আমাদের কোনো ভাইবোন আবার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক।’

তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে তাসনিম যাওয়ার মতো উচ্চশিক্ষিত, মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে, তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন, আমরা চাই আপনারা হোন তাসলিম জারা।

এনসিপির এই নেতা বলেন, আপনারা যারা শিক্ষার্থী, দেখেছেন— আমাদের স্বচ্ছ ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে, টেন্ডারবাজি করে আমাদের চলাফেরার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে প্রশ্ন করবেন

কর্মসূচিতে আরও উপস্থিত আছেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

নগরীর চকবাজারের পর বহদ্দারহাট, শাহ আমানত সেতু চত্বর, নিউমার্কেট, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে এবং অলঙ্কার মোড়ে এনসিপির পথসভা হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং সোমবার উত্তর জেলায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৭ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language