বগুড়ায় অবৈধ অস্ত্র-গুলিসহ আটক ২
বগুড়া, ০৩ ফেব্রুয়ারি – বগুড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোড়াপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪০) ও পোওতা এলাকার শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০)।
আরও পড়ুন : মসজিদের সংস্কার করতে গিয়ে মিলল ৫টি হ্যান্ড গ্রেনেড
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সোয়া ২টার দিকে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও মিজানুরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দু’টি মোবাইল ফোনসহ চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ ফেব্রুয়ারি