ইউরোপ

নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

মস্কো, ০৩ ফেব্রুয়ারি – রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

মঙ্গলবার মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেয়া হয়।

খবরে বলা হয়, স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ, যা এ সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে।

আরও পড়ুন : ব্রিটেনে মুসলিমদের সবচেয়ে বড় নেত্রী, কে এই জারা মুহাম্মাদ?‌

নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী।

গত অগাস্টে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফিরেই গ্রেপ্তার হন নাভালনি।

অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন নাভালনির সমর্থকরা। আদালতের বাইরে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। তবে পুরো এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। এসময় নাভালনির তিন শতাধিক সমর্থককে গ্রেপ্তার করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ ফেব্রুয়ারি

Back to top button