আফ্রিকাউত্তর আমেরিকা

‘দুঃখিত, আপনাকে দেয়ার মতো আমার কাছে কোনো বিমান নেই’

ওয়াশিংটন, ২৪ মে – যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কথোপকথন একপর্যায়ে রূপ নেয় হাস্যরসাত্মকে। বৃহস্পতিবারের (২২ মে) এ বৈঠকে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ‘গণহত্যা’ হচ্ছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প, যা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন রামাফোসা।

বৈঠকে এক পর্যায়ে ট্রাম্পের দিকে তাকিয়ে রামাফোসা হেসে বলেন, ‘দুঃখিত, আপনাকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো বিমান নেই।’ জবাবে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘ইচ্ছা করলেই নিতে পারতাম। যদি আপনার দেশ যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে একটি প্লেন দিত, আমি সেটা নিয়ে নিতাম।’

এই হাস্যরসের দৃশ্যের পেছনে রয়েছে একটি গভীর বিতর্ক। সম্প্রতি কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমান উপহার নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও কাতার থেকে উপহার পাওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে, তবে চারটি নির্ভরযোগ্য সূত্র এটিকে মিথ্যা দাবি করেছে।

পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আনুষ্ঠানিকভাবে বিমানটি গ্রহণ করেছেন এবং ট্রাম্পের জন্য সেটিকে নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, মার্কিন ফেডারেল নিয়মনীতি মেনেই এই উপহার গ্রহণ করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ডেমোক্র্যাটদের পাশাপাশি অনেক রিপাবলিকানও এই উপহার গ্রহণের বিরোধিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বার্থের সংঘাত এবং কাতারের সঙ্গে মার্কিন অস্ত্রচুক্তির ওপর প্রভাব ফেলতে পারে।

একজন সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, তুমি একজন বোকা। তুমি কী ধরনের সাংবাদিক! তোমার সাংবাদিক হওয়ার যোগ্যতা নেই, তুমি যথেষ্ট বুদ্ধিমান না।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language