জাতীয়

বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না

ঢাকা, ২৪ মে – বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (২৪ মে) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না। এসব গুজব ছড়িয়ে মূলত জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। এসব কথা যারা বলছে, তারাই মূলত ১/১১ চায় কি না, সেটি নিয়ে সন্দেহ।

তিনি লিখেছেন, কারণ তাদের আষ্টেপৃষ্ঠে আছে ১/১১ এর কুশীলবরা। তাদের পরামর্শেই এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কি না, সেটি নিয়ে সন্দেহ সংশয় থেকে যায়। বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা কেউ থামাতে পারবে না, ইনশাআল্লাহ।

তিনি আরও লেখেন, আমাদের সবার প্রত্যাশা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে। আর সেজন্য রাজনৈতিক সহনশীলতা ও ঐক্য অত্যন্ত জরুরি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language