উত্তর আমেরিকা

ইইউর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৩ মে – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ‘সুপারিশ করতে যাচ্ছেন’।

“তাদের সঙ্গে আমাদের আলোচনায় কিছু হচ্ছে না,” শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

তার এ ঘোষণায় ইইউ’র সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

যুক্তরাষ্ট্রে ঢোকা পণ্যের জন্য ২৭ ইউরোপীয় দেশের জোটকে এখন ১০ শতাংশ শুল্ক দিতে হয়।

মার্কিন এ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বানানো নয় অ্যাপলের এমন আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন।

“অনেক আগেই আমি অ্যাপলের টিম কুককে জানিয়েছিলাম যে, আমি প্রত্যাশা করি তাদের আইফোন যা যুক্তরাষ্ট্রে বিক্রি হবে তা যুক্তরাষ্ট্রেই নির্মিত ও সংযোজিত হবে, ভারত বা অন্য কোথাও নয়,” বলেছেন তিনি।

“আর যদি সেটা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপলকে অবশ্যই ন্যূনতম ২৫ শতাংশ শুল্ক দিতে হবে,” হুমকি ট্রাম্পের।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর থেকে ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের ওপর নানা ধরনের শুল্ক আরোপ করেছেন; এবং আরও শুল্ক আরোপ করবেন বলে হুমকিও দিয়ে রেখেছেন।

যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান রক্ষার উপায় হিসেবে তিনি কূটনীতির চেয়ে যে শুল্ক যুদ্ধের ওপরই বেশি ভর করছেন, তা তার এসব পদক্ষেপেই বোঝা যাচ্ছে।

ট্রাম্পের হুমকির কয়েক সপ্তাহ আগেই টেক জায়ান্ট অ্যাপল বলেছিল, তারা যুক্তরাষ্ট্রে বিক্রির লক্ষ্যে পাঠানো আইফোন ও অন্যান্য পণ্যের উৎপাদন চীন থেকে সরিয়ে নিচ্ছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক চলতি মাসের শুরুতে বলেছিলেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তৈরি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদিত হবে, আর ভিয়েতনাম হবে আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো পণ্যের বড় উৎপাদন হাব।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর
আইএ/ ২৩ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language