দক্ষিণ এশিয়া

একমাত্র ক্যামেরার সমানেই প্রধানমন্ত্রী মোদির রক্ত গরম হয়

নয়াদিল্লি, ২৩ মে – পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফালসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোসহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার।

এমন অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি মোদিকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন?

মূলত ‘শরীরে রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’— মোদির এমন বক্তব্যের জবাবেই রাহুল এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদি বলেন, বলেছেন, রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর।

তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত।

আর, এরপরেই প্রধানমন্ত্রী মোদিকে ফের খোঁচা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধুমাত্র ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদি। রাহুল বলেন, একমাত্র ক্যামেরার সমানেই প্রধানমন্ত্রী মোদির রক্ত গরম হয়।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন, “মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সাথে আপস করেছেন!”

রাহুলের মতোই প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র সিনেমার এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language