জাতীয়

বিমানের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

ঢাকা, ১৯ মে – কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ মে) এক বিবৃতিতে বিমান জানিয়েছে, ‘বিয়ারিং কাজ না করার’ কারণে ওই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করেনি, সে বিষয়ে জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে।’

চাকা খুলে পড়ার ঘটনা তদন্তে ইতোমধ্যে দুটি আলাদা কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। এ ছাড়া উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ১৬ মে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। পরে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

অন্যদিকে, বিমানের খুলে পড়া চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৯ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language