উত্তর আমেরিকা

চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে : সুলিভান

ওয়াশিংটন, ০২ ফেব্রুয়ারি – তাইওয়ানে চীনের আগ্রাসন ও হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয় চীনের ওপর যথাযথ চাপ প্রয়োগ করতে হবে। এক অনলাইন আলোচনায় এমনটিই বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন। দুই কোটি ৪০ লাখ মানুষের এই গণতন্ত্র চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সাত দশক ধরে সুই স্থানে আলাদা সরকার ব্যবস্থা চলমান আছে।

আরও পড়ুন : মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি বাইডেনের

সুলিভান বলেন, তাইওয়ানের পাশাপাশি হংকং ও উইঘুর মুসলিমদের অঞ্চল ঝিনজিয়াংয়েও আগ্রাসী ভূমিকায় আছে চীন। তার বিরুদ্ধে কঠোর হতে হবে যুক্তরাষ্ট্রকে। চাপ প্রয়োগ করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৪টি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এটি মানতে কোনো লজ্জা নেই যে চীনা মডেল যুক্তরাষ্ট্র থেকে ভালো। তবে বিশেষ কিছু পদক্ষেপ নিলেই আমরা আবার এগিয়ে যাবো। এতে করে চীনা হুমকিও অনেকাংশে লাঘব হবে।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০২ ফেব্রুয়ারি

Back to top button