ফুটবল

দর্শকপূর্ণ মাঠেই হবে ২০২২ বিশ্বকাপ: ফিফা সভাপতি

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী দর্শকবিহীন মাঠে খেলা হচ্ছে। দর্শকশূন্য মাঠে ফুটবল, ক্রিকেট কিংবা অন্য যেকোনো খেলা অনেকটাই প্রাণচাঞ্চল্যহীন। এভাবে অন্যান্য ম্যাচ আয়োজিত হলেও বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে পারে না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।

আরও পড়ুন : নেইমারের জোড়া গোলে ঝাল মেটাল পিএসজি

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুঁতোয় গাঁথতে পারবো। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারবো। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’

ইনফানতিনো এও জানিয়েছেন যে কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।

২০২২ কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালের২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০২ ফেব্রুয়ারি

Back to top button