উত্তর আমেরিকা

ইউক্রেইন শান্তি আলোচনা এগিয়ে নিতে ট্রাম্প ও পুতিনকে প্রয়োজন

ওয়াশিংটন, ১৬ মে – তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা শীর্ষ কূটনীতিক ও নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশাবাদী নন। তার মতে, এই আলোচনায় প্রকৃত অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকে বসতে হবে।

শুকবার (১৫ মে) বিট্রিশসংবাদ মাদ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ তুরস্কে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর রুবিও বলেন, আমি মনে করি না ট্রাম্প ও পুতিন মুখোমুখি না হওয়া পর্যন্ত কোনো অগ্রগতি সম্ভব। একই সঙ্গে তিনি ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তানবুলে। তবে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি।

এদিকে মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ছাড়া শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়।

জেলেনস্কি রাশিয়ার নিম্ন-পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোকে ব্যক্তিগত অসম্মান বলে আখ্যা দিয়েছেন। তিনি আবারও পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার উদ্দেশ হলো সংঘাতের মূল কারণ দূর করে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা।

উল্লেখ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে বৃহস্পতিবার ইস্তানবুলে ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, আলোচনাটি হয়তো শুক্রবার অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৬ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language