জাতীয়

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা হাসনাতের

ঢাকা, ০৮ মে – আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

পোস্টে হাসনাত লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।

তিনি লেখেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।’

এর আগে, বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর তার দেশত্যাগের খবরে দলটি নিষিদ্ধের ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language